ঝরে গেছি
- সুকান্ত পাল - সৃষ্টি

" ... ঝরে গেছি ... "
*** সুকান্ত পাল ***


সেই কবে ঝরে গেছি..
হেমন্তের সন্ধ্যায়।
কুয়াশার ভিড়ে..
তুমি তলিয়ে গেলে..
এ হাত তবু তোমার অপেক্ষায়।
সেই কবে ঝরে গেছি..
যখন আসন্ন কার্ত্তিকের দেশে
কৃষকের ঘরে তুমি নিয়েছো যে ঠাই।
এ হৃদয় আজও
রয়েছে তোমার অপেক্ষায়।
আজ প্রেম ধুলোর মতো..
কিছুটা ক্ষয়..
তবু উড়ছে অবিরত..
স্মৃতির অম্ল মধুর..
গুড়ি গুড়ি ফেলে আসা সেই দিন।
জোনাকির সাথে...
তুমিও নেচেছিলে..
বিরহিণী রাধার মতন...
ভালোবাসা, প্রতিশ্রুতি
আর ঠোঁটের অনুররণ..
সব কিছু আজ ইতিসাস..
তুমি কি ছবি?
না কি শীতের ছলনার বাতাস?
যে পথ তার ঠিকান পায়নি.
তবু এগিয়ে গেছে..
তেমনই এ হৃদয়..
সভ্যতার প্রাচীর ডিঙ্গিয়ে
তোমার খোঁজে..
আজ একবিংশে রয়েছে দাঁড়াই।
এ হাত আজও
রয়েছে তোমার অপেক্ষায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৬-১১-২০১৬ ০০:৩৯ মিঃ

ধন্যবাদ

২৪-১১-২০১৬ ১৯:১৩ মিঃ

ভাল লাগলো